ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

তিস্তা আমাদের প্রাণ একে কেড়ে নেয়া যাবে না: মমতা

momtaঅনলাইন ডেস্ক :::

তিস্তা হলো উত্তরবঙ্গের প্রাণ। একে কেড়ে নেয়া যাবে না (ক্যান নট বি টেকেন অ্যাওয়ে)। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা শেষে এভাবেই গতকাল নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বার্তা সংস্থা এএনআই’র খবরে বলা হয়, মমতা বলেছেন, তিস্তায় খুব সামান্য পানি আছে। এটা আমাদের, উত্তরবঙ্গের লাইফলাইন বা প্রাণ। তবে আগের দিনের মতো তিনি এদিনও অন্য নদীগুলোর পানি বণ্টন নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের পানির চাহিদা মেটাতে অন্য নদীগুলোর পানি বণ্টন করা যেতে পারে। মমতার ভাষায়, ‘আপনাদের সমস্যা হলো পানি নিয়ে, তিস্তা নিয়ে নয়। আপনাদের এ সমস্যা মেটানোর জন্য অন্য যেকোনো বিকল্প প্রস্তাবের বিষয় মাথায় নেব স্বেচ্ছায়। আমরা যা করতে পারি তা হলো, এখানে (ভারত-বাংলাদেশ) আরো অনেক নদী আছে। সেখান থেকে আমরা পানি ব্যবহার করতে পারি’।
শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতির দেয়া নৈশভোজের ফাঁকে। বৈঠক শেষে মমতা নিজেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। বৈঠকে শেখ হাসিনা মমতার কাছে তিস্তার পানিসহ পানির সামগ্রিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তবে মমতা সাফ জানিয়ে দিয়েছেন তিস্তার পানি দেয়া একরকম অসম্ভব।  তিনি জানিয়েছেন, বাংলাদেশ পানি পাক। সেটা তিনিও চান। কিন্তু তিস্তা যেভাবে পানিশূন্য হয়ে পড়েছে তাতে তিস্তা থেকে পানি দেয়া যাবে না। তিনি বলেছেন, তোর্সা, জলঢাকা  সহ আরো কয়েকটি নদীর পানি বাংলাদেশকে দিলে তার কোনো আপত্তি নেই। একই সঙ্গে মমতা জানিয়েছেন, দুই দেশের প্রধানমন্ত্রীকেই বলেছি বিষয়টি ভেবে দেখুন। প্রকারান্তরে মমতা বলটি ভারত সরকারের ঘরেই ঠেলে দিয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরে পশ্চিমবঙ্গের অবস্থান জানিয়ে দেয়া হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত আলোচনা ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন তার এবং  শেখ হাসিনার সরকার তিস্তা চুক্তির বিষয়টি দ্রুত সমাধান করতে পারবে। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে উদ্ভূত সমস্যা শিগগিরই মিটে যাবে বলেও তিনি জানিয়েছিলেন।

পাঠকের মতামত: