অনলাইন ডেস্ক ::::: উরি হামলার পরিপ্রেক্ষিতে ভারতের সার্ক বয়কটের সিদ্ধান্তকে প্রথম সমর্থন করেছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকার। এখন বাংলাদেশ সরকারের দাবি, ভারত এবার অবিলম্বে তিস্তা চুক্তিতে সই করুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজি থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও তিস্তা চুক্তিতে নারাজ। গোয়ায় ‘ব্রিকস’ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন শেখ হাসিনা। ১৬ই অক্টোবর গোয়ায় নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। তার আগে তিস্তা নিয়ে মমতার মন বুঝতে তার সঙ্গে কথা বলেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। মমতা তাদের জানিয়ে দিয়েছেন, তিনি বাংলাদেশের বিরুদ্ধে নন। ছিটমহল বিনিময়ের ক্ষেত্রে তিনি সম্মতি দিয়েছিলেন। মোদি যখন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বাংলাদেশে গিয়েছিলেন, তখন তিনিও হাসিনার আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের, বিশেষত উত্তরবঙ্গের কথা ভেবেই তিনি এখনও তিস্তা চুক্তিতে সই করতে রাজি নন। গতকাল আনন্দবাজার পত্রিকায় এ কথা বলা হয়েছে।
মমতা কেন্দ্রকে জানিয়েছেন, ঢাকা সফরের সময় তিস্তা নিয়ে কথা হয়েছিল। পশ্চিমবঙ্গের সমস্যার কথা উঠেছিল। তার পরে এত দিন হয়ে গিয়েছে। কিন্তু মোদি সরকার তিস্তা চুক্তি রূপায়ণের আগে পশ্চিমবঙ্গের কথা ভেবে কোনো ব্যবস্থাই নেয়নি। তিস্তা নিয়ে মমতার আপত্তির কারণ কী? মমতার অভিযোগ, সিকিমে মুড়ি-মুড়কির মতো অসংখ্য জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হয়েছে। তার মধ্যে ১০ মেগাওয়াট, এমনকী ৪ মেগাওয়াটের মতো প্রকল্পও আছে! তিস্তার উপর এ ধরনের প্রায় শতাধিক প্রকল্প তৈরি হয়েছে। পাশাপাশি ৮টি বড় বাঁধ তৈরি হয়েছে। সিকিম এভাবে এলোপাতাড়ি বাঁধ দেয়ায় শুখা মরসুমে তিস্তায় জলের সংকট হচ্ছে। আর বর্ষায় সিকিম বাঁধ বাঁচাতে জল ছাড়লে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিঙের কাছে এ নিয়ে অভিযোগ করেছিলেন মমতা। প্রধানমন্ত্রী, সুষমা, রাজনাথকেও জানিয়েছিলেন। ঢাকার সেই সফরের পরে এক বছরেরও বেশি কেটে গেলেও সিকিম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এক সঙ্গে বসিয়ে তিস্তা নিয়ে কোনো বৈঠক করেননি মোদি। সিকিমকেও কেন্দ্রের তরফে বাঁধ নিয়ে সতর্ক করা হয়নি। দ্বিতীয়ত, শুখা মরসুমে তিস্তায় জল সংকটের জন্য উত্তরবঙ্গে জলের সমস্যা যাতে না হয়, সে জন্য ছোট ছোট জলাধার গড়ার কথা বলা হয়েছিল। মমতা নিযুক্ত নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র কমিটি এই প্রস্তাব দিয়েছিল। কিন্তু এখনও কেন্দ্র এ নিয়ে উদ্যোগী হয়নি। উত্তরবঙ্গে বিকল্প জলপ্রকল্পের জন্য কোনো বিশেষ আর্থিক বরাদ্দও হয়নি। তৃতীয়ত, ফারাক্কায় বাঁধের ফলে ভাগীরথীর জলের একটি বড় অংশ বাংলাদেশে চলে যায়। পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়। এখন তিস্তা নিয়েও নানা সমস্যা হচ্ছে। তাছাড়া তিস্তার জন্য কার্সিয়াং, কালিম্পংসহ নানা জায়গায় প্রায়ই ধস নামছে। সম্প্রতি মমতা কালিম্পংয়ে গিয়ে তিস্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। অফিসারদের সঙ্গে কথাও বলেন। মমতার কথায়, ‘প্রকৃতিকে শাসন করার একটি বিজ্ঞান আছে। যা ইচ্ছে তাই করলে প্রকৃতি প্রতিশোধ নেয়। এখন সেটিই কালিম্পং, কার্সিয়াংয়ে হচ্ছে।’ মমতার বক্তব্য, এই পরিস্থিতিতে তিস্তা নিয়ে অভ্যন্তরীণ সমস্যাগুলি আগে মেটাক কেন্দ্র। তার পর অন্য কথা। মমতার নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে এই পরিস্থিতি জানিয়ে চিঠিও লিখেছেন মুখ্যসচিব। সব মিলিয়ে তিস্তা জট কাটার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। মোদি চাইলেও মমতার মতো না মিললে এই চুক্তি সই হবে না। ইউপিএ জমানায় মনমোহন সিংহ এবং তার শীর্ষ আমলারাও মমতাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। এবারে হাসিনার সঙ্গে বৈঠকে মোদি আশ্বাস দিতে পারেন, তিনি তিস্তা নিয়ে মমতার সঙ্গে কথা বলবেন। হয়তো দুজনে পরবর্তী সময়ে কথাও হবে। কিন্তু তাতেও মমতার রাজি হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আনন্দবাজারের রিপোর্ট
প্রকাশ:
২০১৬-১০-১৫ ১২:৫০:৩১
আপডেট:২০১৬-১০-১৫ ১২:৫০:৩১
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- চকরিয়ায় রাতের আধারে গরীব মানুষের ঘরের দরজায় গিয়ে শীতের কম্বল দিয়েছেন ইউএনও
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
পাঠকের মতামত: