ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ডুকছে সাগরের পানি, ডুবছে কুতুবদিয়ার বেড়ীবাঁধ বিহীন

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::  পূর্ণিমার জোয়ারে ভাসছে কুতুবদিয়ার আলী আকবার ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ কেন্দ্রসহ কয়েকটি এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।

শুক্রবার (২৩ জুলাই ) ১১টার দিকে জোয়ারে পানিতে প্লাবিত এলাকার মধ্যে রয়েছে হায়দার পাড়া, তেলী পাড়া, পন্ডিত পাড়া,কাহার পাড়া, কাজীর পাড়া।

এলাকাবাসীর অভিযোগ, তিন কিলোমিটার বেড়ীবাঁধ না থাকায় পূর্ণিমায় তাদের পানির মধ্যে ভাসতে হচ্ছে। জোয়ার পানি আরও দুইদিন বাড়তে পারে।

স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় গত কয়েক বছর ধরে হায়দার পাড়া, তেলী পাড়া, পন্ডিত পাড়া,কাহার পাড়া, কাজীর পাড়াসহ কয়েক হাজার মানুষ জোয়ার হলেই পানিবন্দি হয়ে পড়েন। এককথায়, এখন স্বপ্ন নিয়ে বাঁচার অনুকূলে নেই বলে জানান।

পানিবন্দি নাসিমা আক্তার, নুরজাহান ও নাঈমারা বলেন, জোয়ারে পুরো এলাকা পানিতে ডুবে গেছে। ঘরে রান্না-বান্না বন্ধ রয়েছে। আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি।

এ ব্যাপারে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা (বি.কম) বলেন, কুতুবদিয়ার আলি আকবার ডেইল ইউনিয়নের বেশি ঝুকিতে আছে পর্যটকদের আর্কষন বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং বেড়িবাধেঁর মধ্যে প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন রয়েছে।

এ ভাঙ্গন বেড়িবাঁধ এলাকা দিয়ে পূর্ণিমার জোয়ারে পানি প্লাবিত হয়েছে গ্রাম। আরো ২ দিন পানি বাড়তে পারে। যদি টেকসই বেড়িবাঁধ না দেওয়া হয় তাহলে আলি আকবার ডেইল ইউনিয়ন সাগরে বিলীন হয়ে যাবে বলে তিনি জানান।

পাঠকের মতামত: