ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ডিজিটাল নিরাপত্তা আইন হলে বিলুপ্ত হবে ৫৭ ধারা -আইসিটিমন্ত্রী

অনলাইন ডেস্ক ::  ডিজিটাল নিরাপত্তা আইন পাস হলে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা বিলুপ্ত হবে, তবে এই ধারায় আগে দায়ের করা মামলাগুলো যথানিয়মে চলবে। নতুন এ আইনের ৩২ ধারায় থাকবে না ‘গুপ্তচরবৃত্তি’ শব্দ। বাকস্বাধীনতা হরণের জন্য নয়, ডিজিটাল অপরাধ দমনের জন্যই এ আইন। জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদের আদলে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো জানান, ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর আরো কিছু আইনের সংশোধন প্রয়োজন হতে পারে। তথ্য অধিকার আইনে থাকা নাগরিক অধিকার সমুন্নত রেখেই তৈরি করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। দুর্নীতিবিরোধী সংবাদ পরিবেশনের পথে এ আইন বাধা হবে না, তবে অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট লঙ্ঘন শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল নিরাপত্তা আইনের লক্ষ্য ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণ। ‘সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়িত্বশীল করতে আইনি নিয়ন্ত্রণ’ বিষয়ক এ প্রতিযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারক ছিলেন অধ্যাপক আবু রইস, ড এস এম মোর্শেদ এবং মুহম্মদ খান।

পাঠকের মতামত: