ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

আমান উল্লাহ, টেকনাফ :
টেকনাফে বেপরোয়া গতির ডাম্পার গাড়ীর ধাক্কায় এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

টেকনাফ হ্নীলা ইউনিয়নের মোছনী গ্রামের কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে মোছনী আদর্শ বিদ্যাপীঠ স্কুলের সামনে বুধবার (৪ এপ্রিল) দুপুর একটার দিকে এঘটনা ঘটে।

নিহত শিশু মোঃ লালুর কন্যা উসমত আরা (৪) বলে জানা গেছে।

গত সেপ্টেম্বরে মিয়ানমার সেনা ও বর্মী মগদের নির্যাতনের শিকার হয়ে এদেশে আশ্রয়ে এসে তারা মোছনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছিল।

জানা যায়, নিহত উসমত আরা রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ডাম্পার গাড়ীর ধাক্কা মাথায় লেগে ঘটনাস্থলে নিহত হয়। এতে মাথা ফেটে গিয়ে মগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। নিহত শিশুর লাশ কুলে নিয়ে পিতা-মাতার আহাজারিতে হৃদয় বিদারক ঘটনা সৃষ্টি হয়। খবর পেয়ে গাড়ীটি মোছনী ক্যাম্পের পুলিশ জব্দ করেছে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাজু কান্তি দাস জানান, ডাম্পার গাড়ীটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি অদক্ষ চালকের কারনে এবং বেপরোয়া গতিতে ডাম্পার গাড়ী সড়কে চলাচল করায় ৯ম শ্রেনীর স্কুল ছাত্রসহ একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব গাড়ী চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী উঠেছে।

পাঠকের মতামত: