ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে চকরিয়ায় গরুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কাটা পড়ে একটি গরুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কক্সবাজার থেকে রেলের একটি ইঞ্জিন চট্টগ্রাম যাওয়ার পথে হারবাং ইউনিয়নের সীমান্তবর্তী এলিফ্যান্ট টানেলে এ ঘটনা ঘটে। ওই এলাকার আলী আহমদ নামে একব্যক্তি গরুটির মালিক।

স্থানীয় লোকজন জানায়, দুপুরে টানেলের কাছে রেললাইনের উপর একটি গরু দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় চট্টগ্রামমুখী রেলের একটি খালি ইঞ্জিনের নিচে কাটা পড়ে গরুটির মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। দোহাজারী-কক্সবাজার রেললাইনে এই প্রথম গরুর মৃত্যুর ঘটনা।

পাঠকের মতামত: