ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

টেকনাফ শরনার্থী শিবিরে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

63

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নয়াপাড়া শরনার্থী শিবিরে অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি পাইপগান ও কার্তুজসহ এক রোহিঙ্গা শরনার্থী যুবককে আটক করেছে বিজিবি।

৩০ জুলাই গভীর রাতে টেকনাফের হ্নীলা নয়াপাড়া শরনার্থী শিবিরে অভিযান চালিয়ে এইচ ব্লকের ৬৩৭ নং শেড়ের ৩৪২৮৫ নং বাসা থেকে মোঃ জাকারিয়ার ছেলে আবু বক্কর ছিদ্দিক (১৬) কে অস্ত্র ও কার্তুজসহ আটক করা হয়।

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবুজার আল জাহিদ বলেন, নয়াপাড়াস্থ বিজিবির বিশেষ ক্যাম্পের সুবেদার মোঃ আবদুল কাদের গাজীর নেতৃত্বে অস্ত্র ও কার্তুজসহ ধৃত আসামীকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত: