ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

টেকনাফে মানসিক রোগী প্রসব করলো কন্যা সন্তান, প্রশ্ন সবার বাবা কে ?

ছৈয়দ আলম, কক্সবাজার ::  কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুরের শিলখালী এলাকায় ঘুরাঘুরি করতো এক মানসিক রোগী। এর মধ্যে গর্ভবতী হয়ে পড়ে এই মানসিক রোগীটি।
শনিবার (২৩ অক্টোবর) রাতে প্রসব বেদনা দেখে কর্তব্যরত এলাকার চৌকিদার নাম শহিদ উল্লাহ টেকনাফ থানায় খবর দেন। এরপর থানা থেকে পাগলদের নিয়ে কাজ করা মারোত এর সহযোগিতায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

টেকনাফ হাসপাতালের চিকিৎসক এবং কর্তব্যরত নার্স এর সহযোগীয় ডেলিভারী কাজ সম্পন্ন করেন। মানসিক রোগী ও বাচ্চা বর্তমানে টেকনাফ হাসপাতালে রয়েছেন। মা ও মেয়ে সুস্থ আছে বলে জানিয়েছেন মারোত এর সভাপতি আবু সুফিয়ান। পাগলী থেকে সন্তান প্রসবের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়

পাঠকের মতামত: