ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

টেকনাফে জেলে পরিবারে ঈদের আনন্দ নেই!

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ ::

দীর্ঘ ৬৫ দিন সাগর ও নদীতে  মাছ শিকার না করার জন্য গত ২০ মে থকে সরকার যে সিদ্ধান্ত বাস্তবায়ন করার প্রক্রিয়া হাতে নিয়েছে। সেই কঠোর সিদ্ধান্তটি  পুনঃ বিবেচনা করে দীর্ঘ সময়ের  মাছ শিকার বন্ধের এই কার্যক্রম প্রত্যাহার করার দাবীতে টেকনাফ উপজেলায় শত শত জেলেদের উপস্থিতিতে বিশাল এক মানববন্ধন ও পথসভা অনুষ্টিত হয়েছে।

২৩ মে বিকালে টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাগর ও নাফনদী নির্ভর টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার উপকুলীয় জেলেদের বিশাল আয়োজনে অনুষ্টান শুরু করা হয়। টেকনাফ নৌকা মালিক সমিতির সভাপতি মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলমের পরিচালনায় উক্ত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম,পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী,বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন,সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নুর মোহাম্মদ গণি, বাহার ছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোছাইন, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী। বক্তারা বলেন, সাগর-নদীতে দীর্ঘ ৬৫ দিন যদি মাছ শিকার বন্ধ থাকে তাহলে টেকনাফ উপজেলার ৪০ হাজার  অসহায়-গরীব,দুঃখী জেলে পরিবারে নেমে আসবে অশান্তি, কারন সামনে ইদুল ফিতর আর মাত্র কয়েকদিন পর নতুন জামা পড়ে ঈদের খুশিতে মেতে উঠবে সবাই। অথচ ঈদ না আসতেই টেকনাফ উপকুলীয় জেলে পরিবার গুলোতে চলছে হাহাকার। নিরবে কাঁদছে অসহায় জেলেরা। উপস্থিত বক্তাদের দাবী এই অসহায় জেলেদের কথা চিন্তা করে,সরকার ঘোষিত সিদ্ধান্তটি আবার পুনঃ বিবেচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় জেলেরা।#####

পাঠকের মতামত: