ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

টেকনাফে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সিএন ডেস্ক ::
টেকনাফ বাহারছড়ার নোয়াখালী পাড়া সমুদ্র সৈকতে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় লোকজন জানায়, সৈকতে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

তবে এই বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোন না ধরায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত: