ইমাম খাইর, কক্সবাজার :
জেলা বিএনপির ঘোষিত ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সম্পাদকীয় এবং নির্বাহী সদস্য পদে ৫০ ভাগই নতুন মুখ। ২৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৩ জন নতুন নেতৃত্বে এসেছে। ১২১ জন নির্বাহী সদস্যের মধ্যে ৬০ জন কাছাকাছি নতুন মুখ স্থান পেয়েছে।
তাদের মধ্যে সহ-সভাপতি পদে কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম মমতাজুল ইসলাম, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট নুরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাপাদক পদে কুতুবদিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, রামুর বিশিষ্ট লেখক ও কলামিস্ট আকতারুল আলম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে চকরিয়ার এস.এম আবুল হাশেম, জেলা যুবদলের সাবেক সভাপতি এম মোক্তার আহমদ, মহেশখালীর আতা উল্লাহ বোখারী, কোষাধ্যক্ষ পদে টেকনাফ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক পদে টেকেনাফ যুবদলের আহবায়ক এডভোকেট হাসান ছিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক হিসেবে চকরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম মোবারক আলী, যুব বিষয়ক সম্পাদক পদে জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, ছাত্র বিষয়ক সম্পাদক পদে জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল ও ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আলী হাসান চৌধুরী।
নির্বাহী সদস্যরা হলেন- আবদুল মোতালেব (কক্সবাজার-২), আমিনুল হক চৌধুরী (কক্সবাজার-২), নাসির উদ্দিন বাবর (কক্সবাজার-২), এডভোকেট খোরশেদ আলম খোকন (কক্সবাজার-২), আকতার হোসেন (সিইউপি) (কক্সবাজার-২), সৈয়দ আহমদ (সিইউপি) (কক্সবাজার-২), নিজাম উদ্দিন (কক্সবাজার-২), রাশেদ মোহাম্মদ আলী (কক্সবাজার-৩), এডভোকেট সৈয়দ আলম (কক্সবাজার-৩), আবুল কাশেম (কক্সবাজার-৩), এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ (কক্সবাজার-৩), ফরিদুল আলম চেয়ারম্যান (কক্সবাজার-৩), মুজিবুল হক মিয়াজী (কক্সবাজার-৩), গোলাম মওলা চৌধুরী (কক্সবাজার-৩), এডভোকেট আবদুল কাইয়ুম (কক্সবাজার-৩), শফিকুর রহমান চেয়ারম্যান (কক্সবাজার-৩), আবুল কালাম চেয়ারম্যান (কক্সবাজার-৩), মনজুর আলম (কক্সবাজার-৩), এসআইএম আকতার কামাল আজাদ কাউন্সিলর (কক্সবাজার-৩), মুজিবুর রহমান (কক্সবাজার-৩), মোঃ সাইফুল আলম (কক্সবাজার-৩), মুফিদুল আলম (কক্সবাজার-৩), গিয়াস উদ্দিন জিকু (কক্সবাজার-৩), মেরাজ আহমেদ মাহিন চৌধুরী (কক্সবাজার-৩), মাস্টার গোলাম কাদের (কক্সবাজার-৩), মোস্তফা কামাল (কক্সবাজার-৩), আবদুল করিম চেয়ারম্যান (কক্সবাজার-৩), আবদুর রহিম চেয়ারম্যান (কক্সবাজার-৩), এডভোকেট এস্তাফিজুর রহমান (কক্সবাজার-৩), জিসান উদ্দিন জিসান (কক্সবাজার-৩), জহুর আহমদ চৌধুরী (কক্সবাজার-৪), সিরাজুল হক ডালিম (কক্সবাজার-৪), নুরুল কবির চৌধুরী (কক্সবাজার-৪), রাশেদুল করিম (কক্সবাজার-৪), জুনায়েদ আলী চৌধুরী (কক্সবাজার-৪), নুরুল আমিন চৌধুরী (কক্সবাজার-৪), ওমর হাকিম (কক্সবাজার-৪), মোঃ শাহাদাৎ হোসেন (কক্সবাজার-৪), মোঃ আবদুল্লাহ (কক্সবাজার-৪), রেজাউর রহমান রেজা (কক্সবাজার-৪)।
আগের কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাকে স্বপদে বহাল রেখে ২২ নভেম্বর কমিটি অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।
তবে, নতুন কমিটি থেকে বাদ পড়েছে মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক এমপি প্রকৌশলী সহিদুজ্জামানের মতো হাইপ্রোফাইলের নেতা।
২০০৯ সালের ২০ নভেম্বর জেলা বিএনপির সর্বশেষ কমিটি গঠিত হয়।
পাঠকের মতামত: