ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

জেলা বিএনপির উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি :: দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেছে কক্সবাজার জেলা বিএনপি।  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর কেকও কাটা হয়।

এতে অংশ গ্রহণ করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও এম. মোকতার আহমদ, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক জিসান উদ্দীন জিসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মোঃ ইউনুছ, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাসেদুল হক রাসেল, সাবেক সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন, জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান ফাহিম, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদীন, জেলা কৃষক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) এড. তারেকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

পাঠকের মতামত: