সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদবী ‘বিপিএম’ (বার) পদকপ্রাপ্তিতে কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও আইজিপি পদক অজর্ন করায় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তরুণ কলম সৈনিকদের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজার। রবিবার (১৯ জানুয়ারী) সকালে সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেলের নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, জাতির দর্পণ হলো সাংবাদিকরা। কক্সবাজার আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সব ক্ষেত্রে তাদের সহযোগিতা প্রয়োজন। তৃণমূল পর্যায়ে কাজ করার সুবাদেই গণমানুষের সাথে সাংবাদিকদের যোগাযোগ বেশী। এই যোগাযোগকেই কাজে লাগিয়ে পুলিশ সর্বোচ্চ সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চায়।
এসপি মাসুদ হোসেন বলেন, কে কোন দলের, কোন বর্ণের? তা দেখব না। মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করাই আমাদের ১ নং টার্গেট। কক্সবাজারকে মাদকের কলঙ্কমুক্ত করব। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। তিনি বলেন, পুরস্কার অর্জনের মাধ্যমে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই স্বীকৃতি ও সুনাম আমার একার নয়, পুরো জেলাবাসীর। কাজের সফলতার জন্য সবার সহযোগিতা দরকার। মাদকের বিরুদ্ধে আরও বেশী সচেতনতা বাড়াতে হবে।
এসপি এবিএম মাসুদ হোসেন বলেন, অনেক চেষ্টার পরও মাদক পুরোপুরি নির্মূল সম্ভব হচ্ছে না। ইয়াবাসক্তদের চিকিৎসার কোন ব্যবস্থা নেই। তাদের চিকিৎসার মাধ্যমেই চাহিদা কমাতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, বর্তমানে সারাদেশে পুলিশের অর্জন প্রশংসনীয়। তাই সন্তানদের পুলিশে দিয়ে দেশ সেবায় নিয়োজিত করতে হবে। জেলার অপরাধ নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে। এ জন্য তিনি সাংবাদিকসহ সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সহ-সভাপতি বলরাম দাশ অনুপম, সহ-সভাপতি ছৈয়দ আলম, বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সংগঠনের সাংগঠিক সম্পাদক শহিদুল করিম শহীদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, নির্বাহী সদস্য এম,এ সাত্তার, জিকির উল্লাহ জিকু, সাকিবুর রহমান প্রমূখ।
পাঠকের মতামত: