ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

জানেন কী পৃথিবীর সবচেয়ে খারাপ চাকরি কোনটি ?

image_153330_0নিউজ  ডেস্ক :::

আপনি কি আপনার চাকরি নিয়ে সন্তুষ্ট? ‘জব স্যাটিসফ্যাকশন’ শব্দটি কি আপনার জীবন থেকে স্রেফ উধাও? স্বাভাবিক। এই বাজারে সবচেয়ে খারাপ চাকরি কোনটি?
এই নিয়ে পরপর তিন বছর রেকর্ড করল এই চাকরি! এই নিয়ে টানা তিন বছর সবচেয়ে খারাপ চাকরি হিসেবে নির্বাচিত হয়েছে এই পেশা।
প্রায় ২০০টি পেশার উপরে সমীক্ষার পরে ‘‘কেরিয়ার কাস্ট’’-এর বক্তব্য, সংবাদপত্রে সাংবাদিকতাই হল সবচেয়ে খারাপ চাকরি। কেন? বলা হয়েছে, গত কয়েক বছরে প্রিন্ট প্রকাশনের সংখ্যা ঝড়ের গতিতে কমেছে। ফলে চাকরি পাওয়ার সম্ভাবনাও এই ক্ষেত্রে কমেছে।

সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় চতুর্থ শ্রেণির চাকরিতে এসে দাঁড়িয়েছে সংবাদপত্রে সাংবাদিকতা।
কেন প্রকাশনার সংখ্যা কমছে? সংবাদপত্রের মুনাফা আসে বিজ্ঞাপন থেকে। গত কয়েক বছরে সংবাদপত্রে বিজ্ঞাপনের হার অনেকটা কমে গিয়েছে। ফলে, প্রাণের ঝুঁকি রয়েছে, এমন চাকরির থেকেও সংবাদপত্রের চাকরি খারাপ।

সমীক্ষায় বলা হচ্ছে, একটি চাকরি কতটা খারাপ, তা মূলত দুটি বিষয়ের উপরে নির্ভর করে।একটি হল মানসিক চাপ, দ্বিতীয়টি হল প্রাণের ঝুঁকি। সে দিক থেকে দেখতে গেলে সেনাবাহিনী এবং দমকলের চাকরিতে প্রাণের ঝুঁকি রয়েছে। সেরা চাকরির তালিকায় রয়েছে অঙ্ক সংক্রান্ত বিভিন্ন চাকরি যেমন স্ট্যাটিস্টিশিয়ান।–সংবাদমাধ্যম।

পাঠকের মতামত: