ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশ ১৭ নভেম্বর

অনলাইন ডেস্ক :   খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন, নির্বাচনের তফশীল পিছানোসহ সাত দফা দাবিতে আগামী ১৭ নভেম্বর শনিবার জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট সারা দেশের আইনজীবীদের নিয়ে সুপ্রীমকোর্ট চত্বরে মহাসমাবেশ করবে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক এডভোকেট জয়নুল আবেদীন বলেন, মহাসমাবেশ উপলক্ষ্যে বেশ কয়েকটি সাব-কমিটি, উপ-কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মুখপাত্র ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান জানিয়েছেন, মহাসমাবেশসহ সার্বিক বিষয় অবহিত করতে আমরা ড. কামাল হোসেনের বাসায় গিয়েছিলাম। তিনি প্রধান অতিথি হিসেবে ১৭ নভেম্বরের আইনজীবী মহাসমাবেশে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন।

জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক এডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— ঐক্যফ্রন্টের সদস্য সচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, এডভোকেট সানাউল্লাহ মিয়া, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এডভোকেট খোরশেদ আলম মিয়া, গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, এডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

পাঠকের মতামত: