ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

জমে থাকা বৃষ্টির পানিতে ৫ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
বাড়ির পাশে জমিনে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ৫ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের মদিন্যার পাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, একই গ্রামের ইমরানের শিশুপুত্র পরিবারের অগোচরে নাঈমুল হাসান (৫) বাড়ীর পাশে জমিনে হাটু পরিমাণ পানিতে খেলতে গিয়ে তলিয়ে যায় । কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা উদ্ধার করে শিশুটিকে দ্রুত কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। পরিবার সুত্রে প্রকাশ, হাসপাতালে ছেলে শরীরে অক্সিজেন সংযোগ না করে রেফার দিয়ে দেয়। অনেক্ষণ পর রোগীর আত্মীয় স্বজনের অনুরোধে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হাসান শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পাঠকের মতামত: