কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অরাজনৈতিক সামাজিক সংগঠন মিছিল আয়োজিত শেখ কামাল স্কুল ভিত্তিক মাসব্যাপী ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়। ফাইনাল খেলায় কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী অংশগ্রহণ করে বিজয়ী হয়ে কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে।
সামাজিক সংগঠন মিছিলের সভাপতি সাখাওয়াত হোসাইন তুর্জের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইবনে হোসাইনের সঞ্চালনায় পরুস্কার বিতরনী অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য কক্সবাজাররের কৃতি সন্তান মুমিনুল হক সৌরভ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কক্সবাজার ক্রিডা সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এর কক্সবাজার প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইসমাইল সাজ্জাদ।
এই সময় যুবলীগ নেতা রফিকুল ইসলাম সায়েম, মোবারক হোসাইন, মারুফুল ইসলাম শাওন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ রাজীব দে রাজু, কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ বাবু, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক জাকের হোসাইন, সরকারী কলেজ নেতা সিফাত হোসাইন, কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগ নেতা সাইদুর রহমান রিফাত, শহর ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, আইন কলেজ ছাত্রলীগ নেতা রিয়াদ মোহাম্মদ ফরিয়াদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা তাসকিন জামশেদ, সাইদ কাদেরী, মিছিলের সহ সভাপতি পাবেল দাস , সালাউদ্দিন, পারভেজ মিনার, সাইফুদ্দিন শাওন, হাসিব, অপু, চিরঞ্জিত, রাকিব, সামিত, রুহিত, শান্ত, তপসা, ইরফান ফাহিম, তপসা সহ মিছিলের অসংখ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: