ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

জন কল্যাণে রাজনীতি করলে মানুষের ভালবাসা পাওয়া যায় এড. শাহাবুদ্দিনের স্মরণ সভায় -মেয়র আ.জ.ম নাছির উদ্দিন

কক্সবাজার প্রতিনিধি ::

রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। পদপদবীর জন্য ব্যস্ত না থেকে নেতাদের পিছনে গোরাগুরি না করে জন কল্যাণে রাজনীতি করলে সাধারণ মানুষের ভালবাসা পাওয়া যায়। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মরহুম শাহাবুদ্দিন আহমদের স্মরণ সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আ.জ.ম নাছির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন মরহুম শাহাবুদ্দিন আহমদ একজন জনবান্ধব নেতৃত্ব ছিলেন আজকের স্মরণ সভা তাই প্রমাণ করে। ভোগের রাজনীতি পরিহার করে ত্যাগের রাজনীতি করার মানষিকতা দরকার। আ.জ.ম নাছির উদ্দিন বলেন বর্তমান প্রধানমন্ত্রী জনগনের রায় নিয়ে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হয়ে দূর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসীর বিরোদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। নেতা কর্মীদের মননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি বাস্তবায়না একসাথে কাজ করতে হবে। সোমবার কক্সবাজার পাবলিক লাইব্রেরীর মাঠে মরহুম এড. শাহাবুদ্দিনের ৫ম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় একথা বলেন।

কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মজিবুর রহমান, কক্সবাজার সদর রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেকুল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হক জিকু ও দপ্তর সম্পাদক মোঃ মহিদুল্লাহর পরিচালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম, এড. তাপস রক্ষিত, আমিনুর রশিদ দুলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু উজ্জলকর, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছা সেবক লীগের সধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজ, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, সাধারণ সম্পাদক তানিম মোরশেদ, এড. একরামুল হুদা, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, সাবেক ছাত্র নেতা নুরশাদ মাহমুদ, শহর ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রিপন প্রমুখ।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, রেজাউল করিম, এড. বদিউল আলম, হেলাল উদ্দিন কবির, যুব মহিলা লীগ নেত্রী তাহামিনা চৌধুরী লুনা, কমিশনার সালাউদ্দিন সেতু, সোহেল জাহান চৌধুরী, টিপু সুলতান চেয়ারম্যান, ওয়াজ করিম বাবুল চেয়ারম্যান, রফিক আহমদ চেয়ারম্যান, সদর আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম, আব্দুল কাদের, বদিউল আলম আমির, আতাউস সামাত টিটু, কুদরত উল্লাহ সিকদার, লুৎফুর রহমান আজাদ, সিরাজুল মোস্তফা আলাল শরিফুল ইসলাম,সরওয়ার আলম চৌধুরী, মোজাহের আহমদ, নাছির উদ্দিন, আবদুল মালেক, মুজিবুর রহমান, বেলাল, হেলাল উদ্দিন মেম্বার, সেলিম মোরশেদ ফরাজী, রশিদ মিয়া, তারেক আজিজ, এহেছানুল হক, শাহাজাহান মনির, শহর যুবলীগ নেতা আসাদ উল্লাহ, ডালিম বড়–য়া, ইমরান, সদর যুবলীগ নেতা ইফতেকার উদ্দিন পুতু, মিজান উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা জাহেদ ইকবাল রুবেল, রওফ নেওয়াজ ভুট্টু, সোহাগ, ফিরোজ উদ্দিন খোকা, জেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা কাজী রাসেল, শহর জাসদ নেতা নুর আহমদ সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী মিছিল সহকারে স্মরণ সভায় উপস্থিত ছিলেন। সভায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মওঃ আবু তাহের।

পাঠকের মতামত: