ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ছাত্র-যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার অবদান রাখছে -রামুতে এমপি কমল

সোয়েব সাঈদ, রামু ::   কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন-ছাত্র-যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার অবদান রাখছে। তথ্যপ্রযুক্তি সহ কর্মমূখি শিক্ষার সুযোগ এখন অনেক বেশী বেড়েছে। এসব শিক্ষাকে কাজে লাগিয়ে ছাত্র যুবকদের স্বাভলম্বী হতে হবে। গরীব বলে নিজেদের কখনো ছোট মনে করা যাবে না। পৃথিবীথে সৃষ্টিশীল অনেক কাজই গরীব-মধ্যবিত্তরা করেছে। যথাযথ শিক্ষার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে নিজেদের প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে নিতে হবে।

এমপি কমল বুধবার (৫ আগস্ট) বিকালে রামুর পূর্ব রাজারকুল হিলফুল ফুজুল এবং যুব একতা সংঘের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান।

হিলফুল ফুজুল যুব একতা সংঘের সভাপতি ওবাইদুল হক সাকিতের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামী লীগ নেতা হাকিম আলী, সাবেক ইউপি সদস্য আলী হোছাইন, রাজারকুল ইউনিয়ন নিকাহ ও তালাক রেজিস্ট্রার মাওলানা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইউনুচ, হিলফুল ফুজুল যুব একতা সংঘের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাবেক সভাপতি সরওয়ার কামাল, সিনিয়র সদস্য রামু কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, সিনিয়র সদস্য এনামুল হক, পূর্ব রাজারকুল যুব একতা সংঘের সভাপতি আকতার কামাল, সাধারণ সম্পাদক সিরাজুল হক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে হিলফুল ফুজুল এবং যুব একতা সংঘের সদস্যরা সাইমুম সরওয়ার কমল এমপি’কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল হিলফুল ফুজুল এবং যুব একতা সংঘের অফিস কক্ষ সংস্কার কাজের জন্য এক লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতা দেয়ার আশ^াস দেন। পরে তিনি সংগঠনের কার্যালয় পরিদর্শন করেন। এসমং অতিথিবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: