ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের “ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা’ অনুষ্টিত

মনির আহমদ, কক্সবাজার :: “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃংঙ্খলা সর্বত্র” প্রতিপাদ্য উক্তিকে সামনে রেখে কক্সবাজার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন নিয়ন্ত্রিত থানা চিরিংগা হাইওয়ে থানার আয়োজনে “ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা”-২০২৩ চিরিংগা হাইওয়ে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২১ অক্টোবর “২৩ সকাল ১১ টায় চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন কান্তি রুদ্রের সভাপতিত্বে প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসিম খান পিপিএম, সহকারী পুলিশ সুপার, চট্টগ্রাম হাইওয়ে সার্কেলের অনুপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ।
চিরিংগা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার রেজাউল করিমের সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আবু মুছা, সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা আওয়ামিলীগ ও সভাপতি, চিরিংগা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটি, মেহরাজ উদ্দিন মিরাজ, চেয়ারম্যান, হারবাং ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক, চিরিংগা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটি, জহির আহাম্মদ, সভাপতি, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সভাপতি, চকরিয়া বাস টার্মিনাল কমিউনিটি পুলিশিং কমিটি, আবুল কালাম আজাদ, সহ-সভাপতি, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সভাপতি।

উপস্থিত ছিলেন, কামাল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সভাপতি,

চকরিয়া পুরাতন বাসস্ট্যান্ড কমিউনিটি পুলিশিং কমিটি, ভাঙ্গারমুখ- মৌলভীরকুম কমিউনিটি পুলিশিং কমিটি । মোঃ বেলাল উদ্দিন, সাবেক সভাপতি, কমিউনিটি পুলিশ, চিরিংগা হাইওয়ে থানা, মোহাম্মদ আবু মুসা, সম্পাদক, শ্রমিক সংঘটন, পেকুয়া মগনামা, সম্পাদক, জিদ্দাবাজার কমিউনিটি পুলিশিং কমিটি, মোঃ ছরোয়ার আলম, সভাপতি, বানিয়ারছড়া কমিউনিটি পুলিশিং কমিটি, মোঃ সোহেল রানা পারভেজ, সম্পাদক, লামা আলীকদম মালিক সমিতি ও সম্পাদক, চকরিয়া বাস টার্মিনাল কমিউনিটি পুলিশিং কমিটি, একরামুল হক, সভাপতি, ইসলামনগর কমিউনিটি পুলিশিং কমিটি, আভিদুল হক, সভাপতি, গয়ালমারা কমিউনিটি পুলিশিং কমিটি, মোঃ আরশেদ, সম্পাদক, বানিয়ারছড়া কমিউনিটি পুলিশিং কমিটি, মোঃ নুরুল আমিন সওদাগর, সহ-সভাপতি, বানিয়ারছড়া কমিউনিটি পুলিশিং কমিটি সহ চিরিংগা হাইওয়ে থানাধীন কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন বিট কমিটির সদস্যসহ স্থানীয় আমজনতা।

পাঠকের মতামত: