এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কয়েক বছর পর বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে পঁচাত্তর পরবর্তী মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা নিজেদের হীন স্বার্থে আমাদের সমস্ত মূল্যবোধে আঘাত হানে। স্বার্থান্বেষী রাজনৈতিক বেনিয়া গোষ্ঠি মুক্তিযুদ্ধের চরম মূল্যবোধ বিকিয়ে দিয়ে ইতিহাস বিকৃতির নগ্ন খেলায় মেতে উঠে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনেকেই বিভিন্ন সময় লোভে পড়ে বিপরীত পথে পা বাড়িয়েছে।
মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে তাই এখনো সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তি সমাজে আস্ফালন করে যাচ্ছে। এর মধ্যে আশার কথা নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বেলিত হয়ে মুক্তিযুদ্ধের সত্যকে হৃদয়ে ধারণ করে নিজেদের অবস্থান দৃঢ়তার সাথে ঘোষনা করেছে। এমনই এক কাহিনী নিয়ে গড়ে উঠেছে ‘মনবৈরি’ নাটক।
কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় নাটকটি আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদর্শিত হবে। সুশান্ত পাল বাচ্চু, তাপস বড়–য়া, ইসমত আরা ইসু ও আয়াজ মাবুদ অভিনীত নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য্য।
পাঠকের মতামত: