ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ছাড়াল ১০ হাজার, সুস্থ ২১ জন

নিজস্ব প্রতিবেদক ::  চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ২৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৪ জুলাই) ৬টি ল্যাবে ১৩১৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৮০ জনে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৩৫, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২২৪ টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২১৩টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৪৭৩টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৭৬টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে নতুন যুক্ত হওয়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ৯৩টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এতে বিআইটিআইডিতে ৬ জন, সিভাসুতে ৪৬ জন, চমেকে ৮৪ জন, চবিতে ৪০ জন, ইম্পেরিয়ালে ৭৩ জন ও শেভরণে ৪১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। কক্সবাজার মেডিকেল কলেজে দুইজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ১৩১৮ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৯২ জনের। এরমধ্যে ২৩২ জন নগরীর এবং ৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২১ জন।

পাঠকের মতামত: