ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়া সরকারী হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুসরন না করে রোগীদের গণজমায়েত

জামাল হোছাইন, চকরিয়াঃ      সারা বিশ্বে করোনা ভাইরাস প্রাকোপ বৈশ্বিকমহামারি চলছে। প্রতিদিন বিশ্বে হাজার হাজার নারী পুরুষ মৃত্যুর পথে পতিত হচ্ছে, এতে বাংলাদেশের ৫৫টি জেলায় করোনা ঝুঁকির মধ্যে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনা দেশের জনগণ কে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার জন্য তাগাদা দিয়ে আসচ্ছেন, নিজে বাচুন, নিরাপদে থাকুন=অন্যকে বাচার সুযোগকরে দিন।তিনি করোনা পরিস্থিতিতে কর্ম্হীন জনগোষ্ঠীর ঘরেঘরে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার জন্য ব্যবস্থা করছেন। প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে সাধারণ রোগীদের ঘরে বসে টেলিফোনে চিকিৎসা সেবা পাওয়ার জন্য স্বাস্থ্যসহায়ক নাম্বার উম্মুক্তকরে রেখেছেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  জরুরী  সেবা (হট লাইন নং-০১৭৩০৩২৪৪৬৬) এ সার্ব্ক্ষনিক সেবা গ্রহণের  সুযোগ রয়েছে।  ২৩ এপ্রিল চকরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর বর্হিবিভাগে সারিবদ্ধ লাইনে রোগীদের গণ-জমায়েত, মানা হচ্ছে  না স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত কমপক্ষে ৩ ফুট দূরত্ব। রোগীদের লাইনে প্রতি ফুটে ৩জন করে সারিতে রোগীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ বিষয়ে হাসপাতালের টি এইচ শাহবাগ আহমদের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান ফোনে বিশেষ কিছু বলা যাবেনা অফিসে আসলে বিস্তারিত বলা হবে।

পাঠকের মতামত: