ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

মাতামুহুরীর চোরাবালিতে পড়ে শিশুর মৃত্যু

চকরিয়া সংবাদদাতা :: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের সময় সৃষ্ট চোরাবালিতে তলিয়ে গিয়ে এবার প্রাণ হারিয়েছে ৮ বছরের এক শিশু। আজ রোববার সকাল ৮টার দিকে মারা যাওয়া শিশুর নাম আমজাদ হোসেন (৮)। সে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা গ্রামের রফিকুল কাদের মুন্সীর পুত্র।
স্থানীয়রা জানায়, সম্প্রতি প্রভাবশালীরা মাতামুহুরী নদীর পূর্ব কাকারা পয়েন্টে শ্যালোমেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে। এতে ওই পয়েন্টের একাধিক স্থানে গভীর গর্ত হয়ে চোরাবালির সৃষ্টি হয়। গতকাল সকালে সেখানে গোসল করতে নামে শিশু আমজাদ। এ সময় সে চোরাবালিতে তলিয়ে যায়। তবে কিছুক্ষণ পর শিশুটির লাশ ভেসে উঠে।
কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে তলিয়ে গিয়ে শিশুটি মারা যায়।
উল্লেখ্য, কয়েকদিন আগে সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় এক দোকান কর্মচারী যুবক। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে ওই কর্মচারীর লাশ উদ্ধার করে। এ সময় ডুবুরি দলের সদস্যরা জানায়, বালু উত্তোলনের কারণে সৃষ্ট গর্তের চোরাবালিতে তলিয়ে গিয়েছিল ওই যুবক।

পাঠকের মতামত: