নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: নগরীর কোতোয়ালির আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবাসহ মো. জুনাইদ (২৮) ও মো. ইসমাঈল (২৭) নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে জুনাইদ চকরিয়ার উত্তর বরইতলী মহাজনপাড়া নুরুল ইসলামের বাড়ির নুরুল ইসলামের ছেলে এবং ইসমাঈল চকরিয়ার উত্তর বরইতলী মহাজনপাড়া বেবী আক্তারের বাড়ির আক্তার হোসেনের ছেলে।
আজ বুধবার ( ৩০ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নগর গোয়েন্দা (উত্তর) উপ পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান । তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালির আন্দরকিল্লা এলাকায় অভিযান তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
পাঠকের মতামত: