ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়া প্রবাসী ইউনিয়নের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আজ ২৪ ডিসেম্বর/২০২০, কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল “আমার কক্সবাজার” পত্রিকায় “চকরিয়া প্রবাসী ইউনিয়নের নামে ‘লাখ লাখ টাকা’ আত্মসাতের অভিযোগ“ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমরা প্রবাসীদের দৃষ্টিগোচর হয়েছে। প্রবাসে থাকা চকরিয়ার শতশত প্রবাসীদের হাতে গড়া সংগঠন “চকরিয়া প্রবাসী ইউনিয়ন” এর বিরোদ্ধে “আমার কক্সবাজার” পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা নিন্মস্বাক্ষরকারীগন ওই প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রবাসীরা তাদের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা বিশে^র বিভিন্ন দেশে বসবাসরত চকরিয়ার শতশত প্রবাসীরা প্রবাস জীবনে মিলে মিশে থাকার লক্ষে আমরা এ সংগঠন করেছি। এ সংগঠনটির বয়স মাত্র ২মাস হয়েছে। এখানে প্রবাসী ভাইদের কাছ থেকে নামমাত্র সামান্য ফি নিয়ে সংগঠনের সদস্য করা হচ্ছে। এখানে লাখ লাখ টাকা আয়ও নেই এবং ব্যয় বা আত্বসাৎ করার সুযোগও নেই। অন্তত্য দুঃখের বিষয় গুটিকয়েক প্রবাসী ভাইয়েরা আমাদের এধরনের মহৎ কাজে সহযোগিতা না করে প্রবাসী ভাইদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে প্রবাসীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা প্রবাসীরা দেশের এবং দেশের বাইরে থাকা সকলকে এধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান করছি।

প্রতিবাদকারীরা হলেন:

১/ মুবিনুল ইসলাম – প্রতিষ্টাতা সভাপতি, চকরিয়া প্রবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি

২/ এস এম মিনার উদ্দিন চৌধুরী  – সাধারণ সম্পাদক. চকরিয়া প্রবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি  

৩/ আবদুল হামিদ-আহবায়ক, চকরিয়া প্রবাসী ইউনিয়ন, চকরিয়া উপজেলা।

৪/ মোঃ ইসমাইল হোসাইন-সদস্য সচিব, চকরিয়া প্রবাসী ইউনিয়ন, চকরিয়া       উপজেলা।

পাঠকের মতামত: