এম.জিয়াবুল হক, চকরিয়া :: নানা চড়াই উৎড়াই পেরিয়ে অবশেষে উৎসবমুখর আমেজে অনুষ্ঠিত হয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজারের চকরিয়া পৌরসভা শাখার বহুল প্রতিক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। গতকাল রোববার ৪ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়াস্থ এটিএম পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা। বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি আজিজুর রহমান, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান মাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ওয়ালিদ মিল্টন। এছাড়াও সম্মেলনে কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও কাউন্সিলর (ডেলিগেট) উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে চকরিয়া পৌরসভার অধীন ৯টি তথা প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি থেকে ১৯ জন করে ১৭১ জন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য ৬৯ জন ও কো-অপশন সদস্য ১৯জন মিলিয়ে মোট ২৫৯ জন কাউন্সিলর (ডেলিগেট) নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে সরাসরি ভোটে অংশগ্রহণ করেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে ভোট গ্রহণ শেষে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান ফলাফল ঘোষনা করেন। এতে কাউন্সিলরদের ভোটে বর্তমান সভাপতি জাহেদুল ইসলাম লিটু পুনরায় সভাপতি ও লায়ন আলমগীর চৌধুরী নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে সভাপতি পদে প্রার্থী ছিলেন তিনজন। তাঁরা হলেন বর্তমান কমিটির সভাপতি জাহেদুল ইসলাম লিটু (দেওয়াল ঘড়ি), সাবেক ছাত্রনেতা ও তরুন আইনজীবি এডভোকেট ফয়জুল কবির (দোয়াত কলম), প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল আবচার (ছাতা)। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ছিলেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আতিক উদ্দিন চৌধুরী (ফুটবল), চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব (হরিণ) ও সাবেক ছাত্রনেতা লায়ন মোহাম্মদ আলমগীর চৌধুরী (গোলাপ ফুল)।
প্রকাশ:
২০২২-০৯-০৫ ১৪:৪০:২০
আপডেট:২০২২-০৯-০৫ ১৪:৪০:২০
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- ঈদগাঁওতে অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ অনুষ্টান
- চকরিয়ায় রাতের আধারে গরীব মানুষের ঘরের দরজায় গিয়ে শীতের কম্বল দিয়েছেন ইউএনও
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- চকরিয়ায় পুলিশের জালে দুই ডাকাত, অস্ত্র-গুলি উদ্ধার
পাঠকের মতামত: