নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরীর অর্থায়নে মানসিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত ১২ মার্চ শুক্রবার চকরিয়া পৌর ভবন প্রাঙ্গনে মানসিক রোগীদের ফ্রি এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রোগী দেখেন কক্সবাজার সদর হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ কফিল উদ্দিন। মানসিক রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেন চকরিয়ার ব্সেরকারী সংস্থা এসএআরপিভি। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসএআরপিভি’র আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত।
চকরিয়া পৌর সভার রাজিব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকা থেকে ভিড়িও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন এসএআরপিভির পিএইচআরপিবিডি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, এসএআরপিভি’র ফিজিও থেরাপিষ্ট এরশাদ উল্লাহ, আইয়াতুন নাহার, মোঃ সায়েম, চকরিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা খুকু মনি, কাউন্সিলর জামাল উদ্দিন, পৌরসভার মোস্তাক আহমদ, জানে আলম, ফরিদুল আলম, নাজেম উদ্দিন, এপেক্স বিড়ির সদস্য ফাহিম আক্তার, ডাঃ আবদুল মালেক।
চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন, তিনি যদি দ্বিতীয় বারের মতো চকরিয়া পৌর সভায় মেয়র নির্বাচিত হতে পারেন তাহলে চকরিয়া পৌরসভায় যত মানসিক অসুস্থ ব্যক্তি আছেন তাদেরকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান সহ দরিদ্র রোগীদেরকে ঔষধ সরবরাহও নিশ্চিত করবেন। এদিন উপস্থিত ১৩৩ জন মানসিক অসুস্থ রোগীদের মধ্যে ৪৮ রোগিকে ব্যবস্থাপত্র প্রদান করেন। অন্যদেরকে কক্সবাজার সদর হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্র ও এসএআরপিভি’র কার্যালয়ে প্রেরণ করা হয়।
পাঠকের মতামত: