নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে চকরিয়া পৌরসভার বিভিন্ন স্পটে সর্বসাধারণের মাঝে মাক্স বিতরণ করেছেন পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। বৃহস্পতিবার তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে জনগনকে সরকারি ঘোষনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান। এসময় তিনি বিভিন্ন নাগরিককে মাক্স পরিয়ে দেন।
এদিন মেয়র আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার বাণিজ্যিক এলাকা চিরিঙ্গা সোসাইটি ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের জনবহুল স্পটে উপস্থিত হয়ে জনগনের মাঝে মাক্স বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব ছাড়াও আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসি।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, করোনার ঢেউ মোকাবেলায় পৌর কর্তৃপক্ষ মাঠে রয়েছে। করোনা মোকাবেলা শুধু সমাজের একার পক্ষে সম্ভব না। এজন্য সকল স্তরের লোকজনকে নিজেদের মধ্যে সচেতন হতে হবে। সবসময় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলুন নিজে মাস্ক পড়ুন। অন্যকে মাস্ক পড়তে সহযোগিতা করুন।
পাঠকের মতামত: