ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

চকরিয়া পৌরসভার উদ্যোগে শোক দিবস পালিত

এম.মনছুর আলম, চকরিয়া ::  চকরিয়া পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
জাতীয় শোকদিবস উপলক্ষে চকরিয়া পৌরসভার আয়োজনে চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী কর্মসুচিতে ১৫আগস্ট (শনিবার) সকালে পৌরসভা মিলনায়তনে খতমে কোরান, মিলাদ মাহফিল ও শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ও পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ।
এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, কাউন্সিলর রাজিয়া সুলতানা খুকুমনি, রাশেদা বেগম, আঞ্জুমান আরা বেগম, কাউন্সিলর মকছুদুল হক মধু, রেজাউল করিম, জাফর আলম কালু, ফোরকানুল ইসলাম তিতু, জিয়াবুল হক, জামাল উদ্দিন, মুজিবুল হক মুজিবসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, মেয়রের একান্ত সহকারি এসএম সায়েম, শেফায়েত হোসেন ওয়ারেসী প্রমুখ।

পাঠকের মতামত: