এম.দিদারুল করিম, পেকুয়া প্রতিনিধি ::
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্টিত হবে। ইতি মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাই শেষ হয়েছে। আগামী ৯ডিসেম্বর প্রার্থীহারের দিনক্ষণ ঠিক রয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগসহ মহাজোটের প্রধান শরীক দল জাতীয় পার্টির আসন বন্টন এখনো চুড়ান্ত হয়নি। এবিষয়ে আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য শরীক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে দফায় দফায় বৈঠক হলেও আসন বন্টনের বিষয়টি এখনো ঝুলিয়ে আছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে মহাজোটসহ অন্যান্য শরীক দল সারা দেশে সংসদীয় এলাকায় যৌথভাবে একক প্রার্থী তালিকা প্রকাশ করা বলে নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে।
এবিষয়ে সাংসদ হাজ¦ী মোহাম্মদ ইলিয়াছ বলেন, কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে স্ব স্ব দলের প্রার্থী দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল সমর্থীত আমি এবং বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা সমর্থীত প্রার্থী আলহাজ¦ জাফর আলম বিএ অনার্সএমএ কে দলগত মনোনয়ন দেওয়া হয়েছে। তবে নির্বাচনী এলাকায় মহাজোটের একক প্রাথীর ঘোষনা না হওয়া স্বত্বেও জাফর আলম স্ব ঘোষিত ভাবে নিজেকে মহাজোটের প্রার্থী দাবী করে এলাকায় বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। মহাজোটের একক প্রার্থী দাবীদার বিষয়টি অধ্যবদি মিথ্যাচার মাত্র। সুতরাং এসব অপ-প্রচারে বিভ্রান্তি না হওয়ার জন্য চকরিয়া-পেকুয়া আসনের ভোটারসহ সকল শ্রেণীর জনসাধারণের প্রতি অনুরোধ রহিল। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে মুঠো ফোনের মাধ্যমে হাজ¦ী মোহাম্মদ ইলিয়াছ এসব বিষয়গুলো এই প্রতিবেদককে নিশ্চত করেন। তিনি আরো বলেন মহাজোটের প্রার্থী তালিকায় যার নাম ঘোষনা করা হবে, নির্বাচনে বিজয় করতে তার পক্ষে কাজ করবো। পাশাপাশি জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ মাঠে থাকবে বলে জানিয়েছেন।
পাঠকের মতামত: