ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়া-পেকুয়া আসনে কল্যাণ পার্টির সৈয়দ ইব্রাহীমকে আওয়ামী লীগের সমর্থন ঘোষণা

এম জিয়াবুল হক, চকরিয়া ::
দ্বাদশ সংসদ নির্বাচনে (চকরিয়া-পেকুয়া) কক্সবাজার -১ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমকে
আওয়ামী লীগের সমর্থন দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকালে চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে এ ঘোষণা দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমের পক্ষে চকরিয়া-পেকুয়ার আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে। তাকে জিতিয়ে চকরিয়া-পেকুয়াকে আরো উন্নত ও সমৃদ্ধ করার পথ সুগম রাখতে হবে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী জেলা আওয়ামী লীগ আজ প্রকাশ্যে ঘোষণা দিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, নৌকা প্রতিক না থাকায় সৈয়দ ইব্রাহীমকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। তাকে বিজয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব।

সভায় সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বলেন, জেলা-আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগ আমাকে সমর্থন দিয়ে ধন্য করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি নির্বাচিত হলে চকরিয়া-পেকুয়াকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব।

আওয়ামী লীগ নেতা মুসলেহ উদ্দিন মানিকের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলূল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যন জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ গিয়াস উদ্দিন।

আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এসএম গিয়াস উদ্দিন, আমিনুর রশিদ দুলাল, মিজানুর রহমান, জিএম আবুল কাশেম, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, জামাল উদ্দিন জয়নাল, আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, এসএম আলমগীর হোছাইন, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল কাদের, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস চৌধুরী, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট। এছাড়াও কর্মীসমাবেশে চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক থানা, চকরিয়া পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: