ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামী লীগের কাউকে গ্রিন সিগন্যাল দেয়া হয়নি -সালাহ উদ্দিন সিআইপি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের এমপি প্রার্থী হিসেবে দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রিন সিগন্যাল দেয়া হয়নি বলে জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি।

শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে চকরিয়া উপজেলার বেতুয়া বাজারে নৌকার গণসংযোগ শেষে পথসভায় একথা বলেন। গণসংযোগকালে সরকারের সফলতা তুলে ধরে লিপলেটও বিতরণ করা হয়।

সিআইপি বলেন, এখন সময় হলো বাঙ্গালী জাতির সমৃদ্ধি, উন্নতি ও স্বাধীনতার ঐতিহ্যবাহী প্রতিক নৌকার বিজয়ের লক্ষে কাজ করার। সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে পড়ুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

সিআইপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সততা, নিষ্টা ও দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে আবারো তাঁকে প্রধানমন্ত্রী পদে বসাতে হবে।

এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সদস্য এ.টি.এম. জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, মিজানুর রহমান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগ নেতা এরফান উদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া, চকরিয়া উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি জাফর আলম সিকদার, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, মাতামুহুরী উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক ফজলুল কাদের, সাংগঠনিক সম্পাদক জিয়াবুল করিম, চকরিয়া উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ফাহাদ বিন ফিরোজ চৌধুরী, মাতামুহুরী আওয়ামীলীগ নেতা ইকবাল দরবেশী, হারবাং ইউনিয়ন আওয়মাীলীগ নেতা দারুচ্ছালাম মোঃ রফিক, ভেওলা মানিকচর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সেলিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাষ্টার সরোয়ার আলম, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, শামসুল আলম, মনসুর আলম, শফিকুর রহমান,মাষ্টার ফেরদৌস আলম, মঞ্জুর আলম, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মিজানুর রহমান, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজবাউদ্দিন বেলাল, কলিম সিকদার, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন সিকদার, ভেওলা মানিক চর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত উদ্দিন, ছাত্রলীগ নেতা জুনাইদুল ইসলাম, নেজাম উদ্দিন ও মোহাম্মদ বাবুল উপস্থিত ছিলেন।

সভায় দলীয় নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে এডভোকেট আমজাদ হোসেন বলেন- গত কয়েকদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মনোনয়ন সংক্রান্তে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। দলের পক্ষ থেকে কাউকে নিশ্চিত করা হয়নি।

মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণায় দলীয় নেতাকর্মীদের কান না দেয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।

পাঠকের মতামত: