ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়া-পেকুয়ার ৩২ রোগী পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::  কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলমের সুপারিশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নগদ ২২ লক্ষ ৮০ হাজার টাকার অর্থ সহায়তা পেয়েছেন ৩২ নারী-পুরুষ। এঁদের মধ্যে রয়েছেন অসহায়, দুঃস্থ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মী। তাঁরা সবাই চকরিয়া ও পেকুয়া উপজেলার বাসিন্দা।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী চকরিযা নিউজকে জানান, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাফর আলম তাঁর ফেসবুক পেজে সর্বসাধারণের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় রয়েছেন এমন কেউ থাকলে যোগাযোগ করতে। এর পর অনেকে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং চিকিৎসা সহায়তা পেতে আবেদন করেন। পরে এসব আবেদন যাচাই-বাছাই করে পাঠানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার একসঙ্গে চকরিয়া ও পেকুয়ার ২৫ নারী-পুরুষের নামে চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে অনুদানের চেক পাঠানো হয়।

পাঠকের মতামত: