নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর রেলওয়ে স্টেশন রোড এলাকায় ইয়াবা বহনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদ্রাসা শিক্ষক কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার( ১৮ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১৩শ পিচ ইয়াবা উদ্ধার করেন পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম ফয়েজুল গণি (৩৩)। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইসলাম ইসলাম নগর এলাকায় । তিনি চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছেন।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন চকরিয়া নিউজকে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড থেকে ফয়েজুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৩০০ ইয়াবা পাওয়া যায়।সে দীর্ঘদিন ধরে মাদ্রাসা শিক্ষকের আড়ালে ইয়াবা পাচারে জড়িত ছিল।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ইয়াবা নিয়ে তিনি চকরিয়া থেকে চট্টগ্রামে এসেছিলেন ঢাকা যাওয়ার জন্য। রাত ১১টার ট্রেনে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফয়েজুলের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেছে।
পাঠকের মতামত: