ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় এবং উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৫ অক্টোবর সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ্জ জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী এবং চকরিয়া থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি এমআর মাহমুদ, সাংবাদিক মনজুর আলম।

অন্যদিকে দুপুরে একই হলরুমে চকরিয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। এতে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ্জ জামান, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী এবং চকরিয়া থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী, চকরিয়া উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন।
উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন হারবাং ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চিরিংগা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, বিএম চর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জরুল কাদের, ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান মো হেলাল উদ্দিন, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট, সাহারবিল ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর প্রমুখ।
এছাড়াও সভায় উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য সাংবাদিক নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: