ঢাকা,বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ১১৪ টি ভোট কেন্দ্রে মোট ৩ লক্ষ ৬১ হাজার ১০৩ জন ভোটা

নিজস্ব প্রতিবেদক ::

চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ১১৪ টি ভোট কেন্দ্রে মোট ৩ লক্ষ ৬১ হাজার ১০৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৯৪ হাজার ৩৭ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ৬৬ জন। ১১৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৭৬৬ টি। চকরিয়া উপজেলায় ১টি পৌরসভা ও ১৮ ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া উপজেলায় ভোটার ছিলো ৩ লক্ষ ৫৩ হাজার ২৫২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তুলনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার বেড়েছে ৭ হাজার ৮৫১ জন। কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ভোটার সংখ্যার দিক থেকে কক্সবাজার জেলার ৯টি উপজেলার মধ্যে চকরিয়া উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছে।

পাঠকের মতামত: