ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়া উপজেলা নির্বাচনে অংশ নিতে ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

আসন্ন উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করতে ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন চকরিয়া উপজলো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ গিয়াস উদ্দিন চৌধুরী। বুধবার সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র জমা দেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধিমোতাবেক একটি পদে থেকে অন্য পদে নির্বাচনে অংশ গ্রহণ করতে হলে বিদ্যমান পদ থেকে পদত্যাগ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক।

আলহাজ¦ গিয়াসউদ্দিন চৌধুরী বলেন, ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসীল ঘোষনার সম্ভাবনা রয়েছে। আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদে;র চেয়ারম্যান আলহাজ¦ গিয়াসউদ্দিন চৌধুরীর পদত্যাগপত্র জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দফতরে পাঠানো হবে। পদত্যাগপত্র গৃহীত হলে ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য হবে।

পাঠকের মতামত: