ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

জাকের সভাপতি ও শরিফুল সম্পাদক

চকরিয়া উপজেলা দলিল লিখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন  

এম জিয়াবুল হক, চকরিয়া
উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হলো চকরিয়ায় দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন । বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চকরিয়া সাব রেজিষ্ট্রি অফিসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে সহ-সভাপতি ও অর্থ সম্পাদক পদে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।

দলিল লেখক সমিতির নির্বাচনে নির্বাচিতরা হলেন, সভাপতি পদে মো. জাকের হোসাইন, সহ-সভাপতি পদে আহমদ আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক পদে শরীফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক পদে হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক পদে আমীর উদ্দিন, অর্থ সম্পাদক পদে শওকত ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর ও প্রচার সম্পাদক পদে মো. মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সহ-সভাপতি ও অর্থ সম্পাদক পদ ব্যতিত অপর পাঁচটি পদে ভোটারদের সরাসরি প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচিত হন।

এদিকে, অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচনী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ দলিল লিখক ছাবের আহমদ। এ ছাড়াও নির্বাচন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফরিদুল ইসলাম, আখতার আহমদ, মীর কাসেম ও জহিরুল ইসলাম। ভোট গ্রহণের সময় সার্বক্ষণিক পরিদর্শনে ছিলেন, কক্সবাজার দলিল লেখক সমিতির জেলা সভাপতি আলহাজ্ব আবুল হোসেন , সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিজান, অর্থ সম্পাদক রেজাউল করিম।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলায় নিয়োজিত ছিলেন চকরিয়া থানা পুলিশের একটি চৌকস টিম, সাংবাদিক ও বিভিন্ন ব্যক্তিবর্গ।

নির্বাচনের পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকরিয়া উপজেলা দলিল লেখক সমিতির অন্যতম সদস্য আবু হেনা মোস্তফা কামাল।

উল্লেখ্য, চকরিয়া দলিল লেখক সমিতিতে মোট ভোটার ছিলেন ৫২ জন।

পাঠকের মতামত: