এম.জিয়াবুল হক, চকরিয়া :: বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চকরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২০ গতকাল বুধবার ২১ অক্টোবর চকরিয়া উপজেলা পরিষদ হলরুম মোহনায় অবাধ,সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি সাধারণ সম্পাদক ৩ টি পদের বিপরীতে ভোট গ্রহণ হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৭০ জন গ্রাম পুলিশ ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোঃ হেলাল উদ্দিন দফাদার চিরিংগা ইউপি ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম হয়েছেন নাজিম উদ্দিন দফাদার ফাঁসিয়াখালী ইউনিয়ন। তিনি পেয়েছেন ১৯ ভোট। সহ-সভাপতি পদে বাদশা মিয়া গ্রাম পুলিশ ফাঁসিয়াখালী ইউপি ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম ডুলাহাজারা ইউপির গ্রাম পুলিশ নুরুচ্ছবি পেয়েছেন ৮০ ভোট। সংগঠনের সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম দফাদার সুরাজপুর-মানিকপুর ইউপি ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম মোঃ আবদুল মান্নান দফাদার বমু বিলছড়ি ইউপি পেয়েছেন ৫১ ভোট।
এছাড়াও নির্বাহী সভাপতি পদে মোঃ মিজানুর রহমান গ্রাম পুলিশ কোনাখালী ইউপি, সহ-সাধারণ সম্পাদক পদে আব্বাস আহমদ,অর্থ সম্পাদক পদে মোঃ আবুল কালাম গ্রাম পুলিশ ঢেমুশিয়া ইউপি এবং সহ-অর্থ সম্পাদক পদে মুফিজুর রহমান গ্রাম পুলিশ চিরিংগা ইউপি বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত টেকনিশিয়ান এরশাদুল হক, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে ছিলেন হারবাং ইউপি সচিব মোঃ সালাহ উদ্দিন কাদের এবং নির্বাচন পরিচালনা কমিটির ৪ সদস্য যথাক্রমে ফরিদুল আলম দফাদার, জাকের আহমদ অবঃ দফাদার, মোঃ হোছাইন দফাদার ও আবদুল গণি দফাদার দায়িত্ব পালন করেন।
নির্বাচনে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মেম্বার, ইউপি সচিব, উদ্যোক্তাবৃন্দ, সাংবাদিকসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা কমিটির উপদেষ্টা জনাব মাষ্টার গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক জালালাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে গতকাল বিকালে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হারবাং ইউপি সচিব মোঃ সালাহ উদ্দিন কাদের। এর পরবর্তী প্রিজাইডিং অফিসার জনাব এরশাদুল হক কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দের নিকট আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল হস্তান্তর করেন।
এদিকে চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ হেলাল উদ্দিন বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হওয়ায় তাৎক্ষনিক উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হয়ে অভিনন্দন জানান চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল হোসেন চৌধুরী, ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা।
অপরদিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের দফাদার নুরুল ইসলাম ১১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে পরিষদের পক্ষথেকে অভিনন্দন জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম। একই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়নবাসি।
পাঠকের মতামত: