ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ৪৫টি কমিউনিটি ক্লিনিক হাসপাতালে কোভিড ভ্যাকসিন নিলেন ২০৩৬৬ নারী-পুরুষ 

এম.জিয়াবুল হক, চকরিয়া :: সরকারি নির্দেশনার আলোকে শ্রেণী-পেশার সব নাগরিকের মাঝে কোভিড টিকা নিশ্চিতের অংশহিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নে টিকাদান কর্মসুচি শুরু হয়েছে। এ কর্মসুচির আওতায় গত চারদিনে উপজেলার ৪৫টি ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি হাসপাতালে ২০ হাজার ৩৬৬ নারী-পুরুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রচারমাধ্যম ফেসবুকে বলা হয়েছে, চকরিয়া উপজেলার ৪৫টি ইউনিয়ন ভিক্তিক কমিউনিটি ক্লিনিকে গেল চারদিনে (গত ৮, ৯, ১০ ও ১১ নভেম্বর) সর্বমোট ২০,৩৬৬ জনকে কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ প্রদান করা হয়েছে।

বলা হয়েছে, যারা এখনো প্রথম ডোজ গ্রহণ করেনি, তাদেরকে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিকে পূনরায় কভিড ভ্যাকসিন দেওয়া হবে। তাই আপনার পাশের কমিউনিটি ক্লিনিকে খুজ নিয়ে খবর রাখুন।

জানা গেছে, সরকারের স্বাস্থ্য মন্ত্রানালয়ের নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নে সর্বসাধারণের মাঝে গণটিকা প্রদান কর্মসুচির উদ্যোগ নিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এরই অংশ হিসেবে উপজেলার বমুবিলছড়ি, সুরাজপুর-মানিকপুর, কাকারা, লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং, চিরিঙ্গা, ফাসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী, সাহারববিল, পুর্ববড় ভেওলা, বিএমচর, কোনাখালী, ঢেমুশিয়া, বদরখালী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে অবস্থিত ৪৫টি কমিউনিটি ক্লিনিক হাসপাতালে স্থানীয় প্রাপ্ত বয়স্ক জনগনের মাঝে কোভিড ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।

ইউনিয়ন ভিত্তিক এসব ক্লিনিক হাসপাতালে প্রথম ডোজ ছাড়াও যারা আগে ভ্যাকসিন নিয়েছেন, তাদেরকে দ্বিতীয় ডোজও দেওয়া হচ্ছে। #

পাঠকের মতামত: