ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ৪শত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

এম.মনছুর আলম, চকরিয়া ::   কক্সবাজারের চকরিয়ায় উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়ন্থ হাবিবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩নভে¤॥^র) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ শিক্ষা উপকরণের সামগ্রী বিতরণ করা হয়।এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদু শুক্কুরের সভাপতিত্বে ও হাবিবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল করিমের সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।এতে অনুষ্টানের উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কাদের, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আর চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শাকিল, তরুণ আওয়ামীলীগ নেতা আ.ন.ম হেফাজ সিকদার, বিদ্যালয় পরিচালনা কমিটি সহ-সভাপতি জসিম উদ্দিন।এছাড়াও বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সিরাজুল হক, মিলি, রোকসানা বেগম, শাহিদা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রায় ৪শত শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষথেকে বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ সামগ্রীর মধ্যে ছিল, একটি স্কুল ব্যাগ ও টিফিন বক্স।##

পাঠকের মতামত: