ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

কৃষি উপকরণ বিতরণ

চকরিয়ায় ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে গড়ে তোলা হচ্ছে রকমারি সবজি বাগান

এম জিয়াবুল হক, চকরিয়া ::
নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য ‘ এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের উদোগে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের পতিত জায়গায় রকমারি বাগান গড়ে তোলার জন্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর হাতে কৃষি উপকরণ বিতরণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

চকরিয়া উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন, দেশের নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে ‘এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না”। মুলত মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে চকরিয়া উপজেলার ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১০টি মাদরাসা ক্যাম্পাসে চাষাবাদ তথা রকমারি বাগান সৃজন করার জন্য বিভিন্ন ধরনের বীজ, চারা, সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ##

পাঠকের মতামত: