ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়ায় হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে ফাঁড়ির সামনে সিএনজিগাড়ি উল্টে মাদরাসা ছাত্র নিহত

মাদারাসা নিহত হবার পর চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁিড়র সামনে বিক্ষুদ্ধ জনতার জটলা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি গাড়ি উল্টে মোহাম্মদ নিশান ৯১৪) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে মহাসড়কের বানিয়ারছাড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে নিকটস্থ চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিশান পাশের ফাইতং ইউপির ৪নম্বর ওয়ার্ডের মহেশখালী পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে স্থানীয় ফাইতং সুবহানিয়া নুরুল উলুম মাদরাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী লোকজন ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মাদরাসা ছাত্র নিশান গতকাল দুপুরে তাঁর বড়ভাই ফরিদুল আলমের সাথে চকরিয়া সদর থেকে একজোড়া জুতো নিয়ে সিএনজি গাড়িতে করে বাড়ি ফিরছেন। প্রতিমধ্যে হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি গাড়ি উল্টে এ নির্মম ঘটনাটি ঘটে।

ঘটনার পরপর স্থানীয় বিক্ষুব্ধ হয়ে উঠে। ওইসময় জনতা পুলিশকে ধাওয়া দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

তবে হাইওয়ে পুলিশের ধাওয়া বিষয়টি অস্বীকার করেছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো.আনিছুর রহমান। তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, ঘটনার সময় হাইওয়ে পুলিশের কোন গাড়ি বা সদস্য সড়কে ছিলেন না। তারপরও সিএনজি চালক দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে ঘটনাটি ঘটেছে।

পাঠকের মতামত: