ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় স্থগিত পালাকাটা স্কুলকেন্দ্রে আজ ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভাইস চেয়ারম্যান পদে আজ বুধবার  সকাল ৮ থেকে পুনঃভোট গ্রহণ শুরু হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, গত ১৮ মার্চ অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯৯ কেন্দ্রের মধ্যে ৯৮ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হলেও পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সকাল থেকেই দখল করে ব্যালট পেপারে সিল মারা হয়। এ কারণে রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেন। ভোটগ্রহণ শেষে বাকি কেন্দ্রগুলোর প্রাপ্ত ভোট গণনা করে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণা করেন। কিন্তু নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর প্রাপ্ত ভোটের হিসাবে এবং স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যার ব্যবধান থাকায় এই পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।আজ ভোট গ্রহণ শেষে নির্বাচিত প্রার্থীকে মহিলা ভাইস চেয়ারম্যান ঘোষানা করা হবে।

পাঠকের মতামত: