ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় সবুজবাগ আবাসিক এলাকা থেকে আড়াই বছরের শিশু অপহরণ

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ সবুজবাগ আবাসিক এলাকা থেকে আড়াই বছরের একশিশুকে ফুসলিয়ে অপহরণ করার ঘটনা ঘটেছে। সোমবার বিকালে অজ্ঞাতনামা এক নারী সবুজবাগ আবাসিক এলাকার বাসা থেকে ফুসলিয়ে আল ওয়াসি নামের শিশুটিকে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন অপহৃতের শিশুর চাচা চকরিয়া পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম।

চকরিয়া পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম বলেন, শিশু আল ওয়াসি গতকাল বিকালে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ সবুজবাগ আবাসিক এলাকার বাসার সামনে খেলা করছিল। ওইসময় অজ্ঞাতনামা এক নারী বাসার সামনে থেকে ফুসলিয়ে শিশুটিকে নিয়ে গেছে। তিনি শিশুটির সন্ধান পেতে সকলের কাছে ০১৮১৯৮৪৩২০৪ মোবাইলে সহায়তা করার অনুরোধ করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পৌরশহরের চিরিঙ্গা সবুজবাগ আবাসিক এলাকা থেকে অপহৃত আড়াই বছরের শিশুটিকে উদ্ধার ও ঘটনায় জড়িত নারীকে আটক করতে ইতোমধ্যে পুলিশের অভিযান শুরু করা হয়েছে। আশাকরি আমরা অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হবো। ##

পাঠকের মতামত: