এম.জিয়াবুল হক, চকরিয়া :: গত ২৬ ডিসেম্বর চতুর্থধাপে অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যরা আনুষ্ঠানিক শপথ নিয়েছেন। মঙ্গলবার ১ ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদ হলরুম ‘মোহনা’ মিলনায়তনে ৮ ইউপির নির্বাচিত ৯৬ জন নতুন জনপ্রতিনিধির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। শপথকালে নির্বাচিত মেম্বাররা বলেছেন, অর্পিত দায়িত্বপালনে তাঁরা এলাকার জনগনের কল্যাণ ও উন্নয়নে নিবেদিত থাকবেন।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি, উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও ৮ ইউনিয়ন পরিষদ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জামাল হোছাইন চৌধুরী, খুটাখালী ইউপি চেয়ারম্যান মো.আবদুর রহমান, হারবাং ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।
চকরিয়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন, হারবাং ইউনিয়ন, বরইতলী ইউনিয়ন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন, বমুবিলছড়ি ইউনিয়ন, ফাঁসিয়াখালী ইউনিয়ন, ডুলাহাজারা ইউনিয়ন ও খুটাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ ইউনিয়ন পরিষদ থেকে ২৪ জন সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) ও ৭২ জন সাধারণ সদস্য (মেম্বার) নির্বাচিত হন।
পাঠকের মতামত: