ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় যথাযোগ্য মর্যদায় ‘শহীদ দৌলত দিবস’ পালিত

Exif_JPEG_420

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়ায় ৫ ডিসেম্বর যথাযোগ্য মর্যদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘শহীদ দৌলত দিবস’ পালন করা হয়েছে। ১৯৮৭ সালের ৫ ডিসেম্বর স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক ছাত্র গণআন্দোলনের মিছিলে চকরিয়া উপজেলা চত্বরে পুলিশের গুলিতে নিহত হন তৎকালীন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্রনেতা শহীদ দৌলত খাঁন। তিনি নিহত হওয়ার পর থেকে দিনটিকে ‘শহীদ দৌলত দিবস’ হিসেবে পালন করে আসছেন দলীয় নেতাকর্মী ও তার সহযোদ্ধারা। দিনটি স্বরণে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শহীদ দৌলত স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। বুধবার সকালে দৌলত খানের জন্মভূমি কোনাখালীতে কোরআনখানি, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দুপুরের দিকে শহীদ দৌলতের খানের কবরে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্বাঞ্জলী জানান-আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার কবরে পুষ্পমাল্য অর্পন করেন, চকরিয়া শহীদ দৌলত খান স্মৃতি সংসদের আহবায়ক সাবেক ছাত্রনেতা এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ছরওয়ার আলম, ছৈয়দ আলম কমিশনার, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, পৌরসভা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, কোনাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দিদারুল হক সিকদার, সাধারণ সম্পাদক শামসুল আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। এদিকে শহীদ দৌলত খান স্মরণে বিকাল চারটায় চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক পারভেজ রানা সঞ্চলনায় চিরিংগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত: