ঢাকা,মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

চকরিয়ায় মৎস্য খামারে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় মাছ ধরা অবস্থায় মৎস্য খামারে বজ্রপাতে বেলাল উদ্দীন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের তলিয়াঘোনা নামক স্থানে বজ্রপাতে যুবকের মৃত্যুর ঘটনা ঘটে।

খুটাখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মেম্বার ছলিম উল্লাহ বজ্রপাতে যুবক মারা যাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। বজ্রপাতে মারা যাওয়া যুবক বেলাল ওই ইউনিয়নের মধ্যম মেধাকচ্ছপিয়া এলাকার মকছুদ আহমদের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, আজ শনিবার ভোরে তলিয়াঘোনা নিজস্ব খামারে জাল দিয়ে মাছ ধরতে যান বেলাল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত চলাকালে প্রচুর বজ্রপাত হয়। বজ্রপাতের সময়ে বেলাল উদ্দীন তার মৎস্য খামারে মাছ ধরেছিল। বিধির লীলা খেলা ওই মাছ ধরা অবস্থায় বজ্রপাতে যুবক বেলাল ঘটনাস্থলেই মারা যান। তবে খামারের অন্যরা কিছুটা দূরে থাকায় তাদের কোন ধরণের ক্ষতি হয়নি। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌছে ঘটনার বিষয়ে পরিদর্শন করেছেন।

খুটাখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মেম্বার ছলিম উল্লাহ চকরিয়া নিউজকে বলেন, খুটাখালীস্থ তলিয়াঘোনা নামক স্থানে বজ্রপাতে বেলাল নামের যুবকের মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জোহরের নামাজের পরে বজ্রপাতে মারা যাওয়া বেলালের দাফন কার্য সম্পন্ন করা হয়ে বলে তিনি সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত: