ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় মুক্তিযোদ্ধা ও সুবিধা বঞ্চিত ৩৭ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

mail.google.comএম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার মুক্তিযোদ্ধা, অক্ষম ও বন্যায় ক্ষতিগ্রস্থ এবং সুবিধা বঞ্চিত ৩৭ পরিবার সদস্যদের মাঝে সরকারি ভাবে বরাদ্ধে প্রাপ্ত এচ্ছিক তহবিলের উদ্যোগে অনুদানের চেক বিতরণ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মো ইলিয়াছ। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব পরিবারের মাঝে অনুদানের চেক তুলে দেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান আলহাজ সেলিম উল্লাহ, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রমজান আলী বাহাদুর, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব মোহাম্মদ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারি তপন কান্তি দাশসহ মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তি ও সুধীজন। অনুষ্টানে ৩৭ উপকারভোগী পরিবারের মাঝে ১লাখ ৪০হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি।

পাঠকের মতামত: